নারী ফুটবলারদের অভিনন্দনে সিক্ত কিরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১০ অক্টোবর ২০২০

দ্বিতীয়বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ। ৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৭০ ভোট পেয়ে ১১ তম সদস্য নির্বাচিত হয়েছেন ফিফার কাউন্সিল মেম্বার কিরণ।

শনিবার শুরু হয়েছে নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। এএফসির দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট সামনে রেখে ৩৩ জন ফুটবলার নিয়ে এই ক্যাম্প শুরু করেছে বাফুফে। অনুশীলনের প্রথম দিন ক্যাম্পের মেয়েরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাফুফে মহিলা উইংয়ের চেয়ারম্যান ও নবনির্বাচিত নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণকে।

বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রার অন্যতম কারিগর মাহফুজা আক্তার কিরণ। তার নেতৃত্বেই বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়া থেকে এশিয়া অঞ্চলে ভালো ফলাফল করছে। এক সময় যে মেয়েরা প্রতিপক্ষের সামনে গোলবন্যায় ভাসতো, এখন সেই মেয়েরাই গোলবন্যায় ভাসাচ্ছে প্রতিপক্ষদের।

বিশেষ করে বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ায় অপ্রতিরোধ্য। মাহফুজা আক্তার কিরণ ৩৪ জন সদস্য প্রার্থীর সঙ্গে লড়াই করে সদস্য নির্বাচিত হয়েছেন। তার বিজয়ে মারিয়া-আঁখিরা অনেক খুশি।

বিজয়ের পর শনিবারই প্রথম মেয়ে ফুটবলারদের সঙ্গে দেখা হয়েছে মাহফুজা আক্তার কিরণের। নবনির্বাচিত সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারী ফুটবলাররা।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।