পদত্যাগ করতে রাজি বার্তোমেউ, মেসিকে চাপে ফেলার নতুন কৌশল?
বার্সেলোনার ‘অশান্ত ঘর’ ছাড়ার ঘোষণা দিয়েও শান্তিতে দিন কাটাতে পারছেন না লিওনেল মেসি। এমনই হিসেব কষে চাল দিচ্ছে বার্সা, আর্জেন্টাইন খুদেরাজের জন্য এখন বড় কোনো সিদ্ধান্ত নেয়াও কঠিন হয়ে পড়েছে।
এবার সবচেয়ে বড় চালটা দিলেন বার্সা প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ। জানালেন, মেসি যদি সিদ্ধান্ত বদলে ন্যু ক্যাম্পে থেকে যান, তবে পদত্যাগ করতে রাজি আছেন তিনি।
মেসির বার্সা ছাড়ার অন্যতম কারণ এই বার্তোমেউ। সমর্থকরাও মেসিকে রাখতে তার পদত্যাগের দাবি তুলেছেন। এমতাবস্থায় বার্সা প্রেসিডেন্টের সরে দাঁড়ানোর ঘোষণা পরিস্থিতি অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে।
মেসি যদি প্রকাশ্য বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান, তবেই বার্তোমেউ সরে দাঁড়াবেন। ওয়াকিবহাল মহলের মতে, ক্লাব প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আসলে মেসিকে চাপে ফেলারই কৌশল। আর্জেন্টিনা অধিনায়কের বিরুদ্ধে ক্লাবকে নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছিল। যদিও মেসি বার বারই তা খারিজ করে দিয়েছেন।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, বার্তোমেউ নিজেই নাকি মেসির সঙ্গে আলোচনায় বসারও ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু মেসি তাতে রাজি হননি। এরপরই রাতের দিকে পদত্যাগের ইচ্ছের কথা জানান।
এখন সমর্থকরা প্রশ্ন তুলতেই পারেন, সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাচ্ছে, তাহলে মেসির ক্লাবে থাকতে আপত্তি কেন? অথচ ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত একদম পাকাপাকি হয়ে গেছে। বার্সা প্রেসিডেন্ট সম্ভবত সেটা বুঝেই শেষ চালটা দিয়েছেন নিজের ওপর দোষ যাতে না পড়ে।
এদিকে, ক্লাব ছাড়ার ঘোষণা দিলেও রোববার বার্সার ট্রেনিং কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা (পিসিআর টেস্ট) করাতে যাবেন মেসি। শুধু তাই নয়। পরের দিন অর্থাৎ, সোমবার কোচ রোনাল্ড কোম্যানের প্রথম দিনের অনুশীলনেও যোগ দেবেন তিনি।
তবে কি মেসি সিদ্ধান্ত বদলাচ্ছেন? আপাতত কিছুই বলা যাচ্ছে না। কেননা অনুশীলনে যোগ দেয়ার কারণটি ভিন্ন। বার্সার সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। অনুশীলনে যোগ না দিলে শৃঙ্খলাভঙ্গের শাস্তিতে পড়তে পারেন।
দুই পক্ষই খুব অঙ্ক কষে চাল দিচ্ছে বলা যায়। দেখা যাক, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে!
এমএমআর/এমএস