করোনায় আক্রান্ত সাবেক তারকা ফুটবলার বাবলু
আবদুল গাফফার ও বাদল রায়ের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক সাবেক তারকা ফুটবলার জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হাসানুজ্জামান খান বাবলু।
জ্বর ও হালকা কাশি থাকায় বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষা করিয়েছিলেন সোনালি অতীত ক্লাবের সভাপতি ও বাফুফের সাবেক এ সদস্য। সন্ধ্যায় রিপোর্ট পেয়েছেন তার করোনা পজিটিভ। হাসানুজ্জামান খান বাবলু চিকিৎসকের পরামর্শে বাসাতেই আছেন।
‘আমি আসলে ডাক্তার ফ্যামিলির সদস্য। জ্বর ও কাশি থাকায় বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা করিয়েছিলেন আমার ডাক্তার ভাই। এখন আমি বাসাতেই ওষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলছি। কোনো সমস্যা বোধ করছি না। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবো। সবাই দোয়া করবেন’-বলছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কোচ বাবলু।
আগে আক্রান্ত সাবেক দুই ফুটবলারের মধ্যে আবুল গাফফার করোনামুক্ত হয়েছেন। অন্য দিকে বাদল রায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
আরআই/এমএমআর/জেআইএম