নতুন মৌসুম নিয়ে বাফুফে-ক্লাব আলোচনা বৃহস্পতিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৮ আগস্ট ২০২০

নতুন ফুটবল মৌসুম নিয়ে নড়েচড়ে বসেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। বাফুফের সর্বশেষ নির্বাহী কমিটির সভায় সেপ্টেম্বরে দলবদল কার্যক্রম শুরু করা যায় কি না সে বিষয়ে ক্লাবগুলো ও ফুটবলারদের সঙ্গে আলোচনা করতে লিগ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল। বাফুফে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মাসব্যাপী দলবদল কার্যক্রম শুরু করতে চায়। এখন বিষয়টি নির্ভর করছে ক্লাবগুলোর ওপর।

নির্বাহী কমিটি থেকে নির্দেশনা পাওয়ার পর ক্লাব ও ফুটবলারদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রফেশনাল লিগ কমিটি। তার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের সঙ্গে নতুন মৌসুমের দলবদল ও খেলা শুরুর বিষয়ে অনলাইন প্লাটফর্মে আলোচনা করবে কমিটি। পরের সপ্তাহে যেকোনো দিন লিগ কমিটি আলোচনা করবে ফুটবলারদের সঙ্গে।

সর্বশেষ মৌসুম মাঝপথে পরিত্যক্ত হওয়ায় বাফুফে নতুন মৌসুম একটু আগেই শুরু করতে চায়। পরিত্যক্ত মৌসুমের কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। অনেক ফুটবলার ক্লাব থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছেন। অনেক ফুটবলারের আছে পাওনা। ক্লাব ও ফুটবলারদের এই দেনা-পাওনার বিষয়টি মিটমাট করতেই দুই পক্ষের সঙ্গে বসতে হচ্ছে বাফুফেকে।

এত ফুটবলারের সঙ্গে কিভাবে আলোচনা করবে লিগ কমিটি? ‘আমরা প্রতিটি ক্লাবের এক বাই দুইজন এবং জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের সঙ্গে আলোচনার কথা ভাবছি। আমাদের উদ্দেশ্য কম পারিশ্রমিক ও বেশি পারিশ্রমিক পাওয়া সব ফুটবলারই যেন তাদের সমস্যার কথা বলতে পারে। তাহলেই সমাধান করতে সুবিধা হবে। বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরই খেলোয়াড়দের সঙ্গে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করবো’- বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।