বিশ্বকাপের ম্যাচ পিছিয়ে দেয়া সঠিক সিদ্ধান্ত : জেমি ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০২ পিএম, ১২ আগস্ট ২০২০

১৬ আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে দুই বছরের নতুন চাকরির মেয়াদ শুরু হবে জেমি ডে’র। ঐদিনই তার ইংল্যান্ড থেকে রওনা দিয়ে পরদিন থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্পের দায়িত্ব নেয়ার কথা। জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ও তার সহকারীরা যখন ঢাকা আসতে লাগেজ গোজগাজ করছিলেন ঠিক তখনই শুনতে পেলেন অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হচ্ছে না।

এমনকি এ বছরই হচ্ছে না, হবে ২০২১ সালে। তবে নতুন তারিখের বিষয়ে কিছু বলেনি এএফসি। তাদের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, বিভিন্ন দেশের কোভিড-১৯ এর পরিস্থিতি পর্যালোনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া চার ম্যাচের জন্য এই করোনা পরিস্থিতিতে কি ক্যাম্প চালিয়ে নেবে বাফুফে? নাকি আবার যে যার ঘরে ফিরে যাবেন ফুটবলারা। ম্যাচ স্থগিত হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে জাগো নিউজকে বলেছেন, ‘আমি মনে করি, মানুষের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনায় সঠিক সিদ্ধান্তই নিয়েছে ফিফা ও এএফসি।’

এখন ক্যাম্পের বিষয়ে কি পরিকল্পনা আপনার? জবাবে জেমি ডে বলেছেন, ‘এখন আমাকে বাফুফের সঙ্গে কথা বলতে হবে বর্তমান পরিস্থিতি নিয়ে।’

বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সিলেটে ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। পরের ম্যাচ ছিল ১৩ অক্টোবর দোহায় কাতারের বিরুদ্ধে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল ১২ নভেম্বর ও ওমানের বিপক্ষে ১৭ নভেম্বর।

এই চার ম্যাচের জন্য বাফুফে গত ৫ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছে। ৩০ জন ফুটবলার ক্যাম্পে রিপোর্ট করেছেন যার মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ।

সবাইকে সোমবার দুই প্রতিষ্ঠানে দুইবার করে করোনা পরীক্ষা করানো হয়েছে। বুধবার সন্ধ্যায় রিপোর্ট পাওয়া যাবে। তার আগেই ফিফা ও এএফসি থেকে আসলো ম্যাচ অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিতের খবর।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।