এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের ভার্চুয়াল ওয়ার্কশপ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২২ জুলাই ২০২০

আগামী বছর এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের মধ্যে আবেদন করেছে ৯টি। আবেদন করা ক্লাবগুলোর মধ্যে যারা এএফসি লাইসেন্সিংয়ের সনদ পাবে, তারাই ২০২১ সালের এএফসি কাপে খেলার একটা যোগ্যতা অর্জন করবে।

এএফসি লাইসেন্সিং কি? কিভাবে এএফসির লাইসেন্স পাওয়া যাবে? তা নিয়ে ধারণা দিতে বুধবার ভার্চুয়াল ওয়ার্কশপ হয়েছে। আবেদন করা ক্লাবগুলোর প্রতিনিধিদের বিস্তারিত উপস্থাপন করেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও কম্পিটিশন্স ম্যানেজার জাবের বিন তাহের আনসারী।

ওয়ার্কশপে অংশ নেন-বসুন্ধরা কিংসের আহমেদ শায়েক, আবাহনীর তানভীর আহমেদ, শেখ রাসেল ক্রীড়া চক্রের ফয়সাল মিয়া, সাইফ স্পোর্টিং ক্লাবের সাইফ মাহবুব, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আরিফুল ইসলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মো. রাশেদুল হাসান খান, ব্রাদার্স ইউনিয়নের আমের খান এবং উত্তর বারিধারা ক্লাবের জাহাঙ্গীর আলম।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।