ক্লাব ফুটবল মাঠে ফিরছে ১৬ মে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ এএম, ০৮ মে ২০২০

অবশেষে চূড়ান্ত হলো জার্মান বুন্দেসলিগা শুরুর সময়সূচি। করোনাভাইরাসের শঙ্কা উপেক্ষা করেই কয়েকটি দেশে চলেছে শীর্ষ পর্যায়ের ফুটবল। তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবল বন্ধ ছিলো পুরোপুরি। যা শুরু হতে যাচ্ছে ১৬ মে।

আগামী সপ্তাহের শনিবার থেকে ফের মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। বুন্দেসলিগার ২৬তম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এ দফার খেলা। প্রথমদিন হবে ছয়টি ম্যাচ। যার মধ্যে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও শালকে ০৪'র মধ্যকার ডার্বি ম্যাচ।

গত বুধবার (৬ মে) জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছিলেন, এ মাসের মধ্যে মাঠে ফিরবে বুন্দেসলিগা। সে কথা মোতাবেক পরদিনই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে লিগের নতুন সূচি প্রকাশ করেছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষ।

নতুন সূচিতে আগামী ২৭-২৮ জুনের মধ্যে লিগ শেষ করার কথা ঠিক করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মাঠে ফিরবে ১৭ মে, ইউনিয়ন বার্লিনের মাঠে। মৌসুমের বাকি ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

বর্তমানে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ, ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।