এক মাসেই মত পাল্টে মেসিকে সেরা বললেন পেলে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৬ এপ্রিল ২০২০

‘এখনকার সময়ে সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি মনে করি সেই সেরা। কারণ সে অন্য সবার চেয়ে বেশি ধারাবাহিক নয়। তবে মেসির কথাও বাদ দেয়া যানে না। কিন্তু সে স্ট্রাইকার নয়’- মাসখানেক আগে এভাবেই রোনালদোকে সেরা হিসেবে আখ্যায়িত করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে।

কিন্তু নিজের মত পাল্টাতে এক মাসও লাগল না তিনবারের বিশ্বকাপজয়ী এ ফুটবলারের। এবার তিনি বেছে নিয়েছেন রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। নিজের মতের পক্ষে আবার যথাযথ যুক্তিও দেখিয়েছেন পেলে।

মেসি-রোনালদোর মধ্যে সর্বকালের সেরার তালিকায় কে এগিয়ে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা লিওনেল মেসি। সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। এসিস্ট করে, পাস দেয়, গোল করে, এমনকি ড্রিবলিংও করে।’

পেলে আরও যোগ করেন, ‘আমরা দুইজন যদি একই দলে খেলি, তাহলে প্রতিপক্ষকে শুধু আমাকে নিয়ে ভাবলেই হবে না। আমাদের দুজনের ব্যাপারেই ভাবতে হবে। এখনকার সময় মেসিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।’

ব্রাজিলিয়ান কিংবদন্তির মতে বর্তমান সময়ের তৃতীয় সেরা ফুটবলার স্বদেশি নেইমার জুনিয়র। তবে বর্তমান সময়ে সেরা ফুটবলারের খুবই অভাব বলে মনে করেন পেলে। তার মতে, আগে এক দেশ থেকে ৩-৪ জন দুর্দান্ত খেলোয়াড় পাওয়া যেত। এখন সেটা নেই।

ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার বলেন, ‘একটা সময় প্রতি দেশ থেকেই আপনি ২-৩ জন বিশেষ প্রতিভা দেখতে পেতেন। ইউসেবিও, সিমিওস, ক্রুইফ, বেকেনবাওয়ার, ম্যারাডোনা, গারিঞ্চা, দিদি- কয়জনের নাম বললাম? এমন আরও অনেকেই ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আর এখন সবমিলিয়ে হয়তো ২-৩ জন। মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। এর সঙ্গে নেইমারের নাম বলা উচিৎ। যে কি না এখনও ব্রাজিলে গ্রেট ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।