প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণে ভিডিও কনফারেন্স
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কবে মাঠে গড়াবে? নাকি আদৌ আর শুরু হবে না- এ নিয়ে ঘোর অনিশ্চয়তায় ক্লাবগুলো। করোনাভাইরাস কবে দূর হবে, কবে খেলা শুরু করা সম্ভব হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
ফিফা প্রদত্ত কিছু গাইডলাইন ক্লাবগুলোকে প্রেরণ করে মতামত চেয়েছিল বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের মাত্র ৭টি তাদের লিখিত মতামত দিয়েছে। ৬ ক্লাব এখনই কোনো মতামত দিতে নারাজ। তারা আরো আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নেয়ার পক্ষে।
এ অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি সভা ডেকেছে শনিবার সকাল সাড়ে ১১ টায়। এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা ফেডারেশনের কোনো স্ট্যান্ডিং কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করতে যাচ্ছে। এ সভায় কমিটি সিদ্ধান্ত নেবে কি হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভাগ্য।
প্রফেশনাল লিগ কমিটি ১৯ সদস্যের। এর মধ্যে ১৩ জন ক্লাব প্রতিনিধি, বাকি ৬ জন নিরপেক্ষ সদস্য। এর বাইরে সভায় উপস্থিত থাকেন কম্পিটিশন কমিটির ৩ জন, একজন করে ফিন্যান্স, মিডিয়া ও রেফারিজ কমিটির প্রতিনিধি। সব মিলিয়ে প্রফেশনাল লিগ কমিটির সভায় ২৫-২৬ জন মানুষের সমাগম। যে কারণে, বাফুফে কমিটির সভায় সদস্যদের উপস্থিতির পরিবর্তে ভিডিও কনফারেন্সে করার নির্দেশনা দিয়েছে।
ভিডিও কনফারেন্সের জন্য টেকনোলজির সাপোর্ট নিশ্চিত করতে বাফুফের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। জুম সফটওয়্যারের মাধ্যমে কমিটির সদস্য ও প্রয়োজনীয় অন্যদের সংযুক্ত করা হবে। যারা কমিটির সদস্য তাদের কাছে রাতেই ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার লিংক ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।
মোবাইলসেটে ইন্টারনেট থাকলেই সদস্যরা এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত হতে পারবেন। তবে কোনো সদস্য চাইলে বাফুফে ভবনে উপস্থিত থেকে সভায় সংযুক্ত হতে পারবেন। প্রফেশনাল লিগ কমিটি বাফুফে ভবন থেকে কনফারেন্সে সংযুক্ত হওয়ার প্রয়োজনী ব্যবস্থাও রাখবে।
আরআই/আইএইচএস/