নারী ফুটবল অধিনায়ক মারিয়া মান্দার অনুপ্রেরণাদায়ক বার্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২১ এপ্রিল ২০২০

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক তিনি। বয়সে পরিপক্কতা আসেনি, তবে মাঠের ফুটবলে ভীষণ পরিপক্ক মারিয়া মান্দা। ময়মনসিংহের কলসিন্দুর থেকে ওঠে আসা এই ফুটবলারের কথাবার্তাতেও পরিপক্কতার ছাপ স্পষ্ট।

পুরো বিশ্বকে ঘিরে ধরেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশেও আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে, কিন্তু নিয়ম মানছেন না অনেকেই।

ঘরবন্দী জীবন অনেকের কাছেই দুঃসহ ঠেকছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, তার চেয়ে কত বড় আত্মত্যাগ করছেন চিকিৎসাসেবায় নিয়োজিতরা? মারিয়া মান্দা সেটাই মনে করিয়ে দিলেন সবাইকে।

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক আরও কিছু অনুপ্রেরণাদায়ক কথা বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মারিয়ার এই কথাগুলো তুলে এনেছে। সেই সঙ্গে তার এমন বক্তব্যের প্রশংসাও করেছে বাফুফে।

মারিয়া মান্দা ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে যা বলেছেন...

‘আমার বার্তা, বিশেষ করে আমার মতো তরুণ প্রজন্মের কাছে, তরুণ বলেই হালকাভাবে নেবেন না। একটি ভুল সব কিছু শেষ করে দিতে পারে, হতে হাজার হাজার মানুষের খারাপ পরিণতির কারণ। তাই আমাদের প্রিয়জনদের বিশেষ করে বয়স্কদের রক্ষা করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।’

‘আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য, আমাদেরই হাতে। আমরা যে বদল দেখতে চাই, সেটাও আমাদেরই হাতে। আমি তরুণ এবং বৃদ্ধ সবার কাছে আহ্বান জানাচ্ছি, এই অবস্থার পরিবর্তন এবং প্রাদুর্ভাবের বিস্তার বন্ধ করতে আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

‘আমি জানি আমাদের অনেকের কাছেই নতুন এই বিধিনিষেধের সঙ্গে খাপ খাওয়ানো কঠিন হয়ে পড়েছে । আমরা অনেকেই ফুটবল মিস করছি, কেউ স্কুল কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময়টা মিস করছি। কিন্তু কোন ঝামেলাকেই মেডিকেল কর্মীদের আত্মত্যাগের সঙ্গে তুলনা করা যায় না। আসুন শক্তিশালী এবং ইতিবাচক থাকি এবং তাদের সমর্থন অব্যাহত রাখি।’

‘দয়া করে আসুন, শৃঙ্খল ভাঙতে এবং ভবিষ্যতের জন্য নিজেকে রক্ষা করতে এই মহাবিশ্বের সবাই একত্রিত হই।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।