আর্জেন্টনাইন বার্কোসের পরবর্তী ঝলক দেখার অপেক্ষা বাড়লো
১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হার্নান বার্কোস নামের এক আর্জেন্টাইন ফরোয়ার্ডের ঝলক দেখেছে ঢাকার দর্শক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক ম্যাচেই চার গোল করেছেন মেসির এই সাবেক সতীর্থ। তার দুর্দান্ত দাপটে বসুন্ধরা কিংসেরও এএফসি কাপে অভিষেক হয়েছে স্বপ্নের মতো। মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে হারিয়েছে ৫-১ গোলে।
এশিয়ার ক্লাবগুলো নিয়ে দ্বিতীয় স্তরের এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাবটির দ্বিতীয় ম্যাচ ছিল আগামী ১৪ এপ্রিল। এ ম্যাচটিও ছিল মালদ্বীপের একটি ক্লাবের বিরুদ্ধে।
মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি খেলার কথা ছিল মালের ন্যাশনাল স্টেডিয়ামে। ঘরের মাঠে বুক চিতিয়ে খেলা বসুন্ধরা কিংস পরের মাঠে কেমন খেলে এবং তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করতে পারেনি কিনা সেটা দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
কিন্তু সে অপেক্ষাটা আরো বাড়লো। কারণ, এএফসি এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।
এএফসি কাপে বসুন্ধরা কিংস খেলছে ‘ই’ গ্রুপে। অন্য প্রতিপক্ষ ভারতের চেন্নাই সিটি এফসি। একটি করে ম্যাচ শেষ করেছে প্রত্যেক ক্লাব। একমাত্র বসুন্ধরা কিংস জিতেছে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ক্লাবটি টেবিলের শীর্ষে। মাজিয়া তাদের প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করেছে ভারতের চেন্নাই সিটি এফসির বিপক্ষে।
আরআই/আইএইচএস/এমকেএইচ