এক বছরের জন্য স্থগিত ইউরো চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২০

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণে আজ বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডির কর্মকর্তারা। অবশেষে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। আপাতত ২০২১ সাল পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষণাটা দিয়েছে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

করোনাভাইরাসে বিপর্যস্ত এখন পুরো ইউরোপ। ইতালির পর করোনায় কাঁপছে স্পেন। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড থেকে শুরু ইউরোপের কোনো দেশ বাকি নেই যে করোনা আক্রান্ত হচ্ছে না।

এমন পরিস্থিতিতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। শেষ পর্যন্ত ইউরো স্থগিতের ঘোষণাই দিল উয়েফা কর্মকর্তারা।

জুনের ১২ তারিখ থেকে জুলাইর ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার কোনো নির্দিষ্ট আয়োজক দেশ ছিল না। পুরো ইউরোপ জুড়েই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি।

নরওয়েজিয়ান এফএ ঘোষণা দিয়ে জানিয়েছেন, ইউরো চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেয়া হয়েছে ঠিক এক বছর। অর্থ্যাৎ, আগামী বছর ১১ জুন থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া টুর্নামেন্টটি।

শুধু ইউরো চ্যাম্পিয়নশিপই নয়, একইসঙ্গে উয়েফা ন্যাশন্স লিগ এবং ইউরোপিয়ান অনুর্ধ্ব-১২ চ্যাম্পিয়নশিপও স্থগিত করা হয়েছে এক বছরের জন্য।

২০২১ উয়েফা উওমেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে শুরু হওয়ার কথা রয়েছে ৭ জুলাই থেকে। অর্থ্যাৎ, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাত্র চারদিন আগে থেকে।

আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।