এএফসি কাপের ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টস
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো স্থগিত করলেও ক্লাব টুর্নামেন্ট এএফসি কাপের ম্যাচ নিয়ে কোনো নির্দেশনা দেয়নি।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যেকার ম্যাচটির দিনক্ষণ এখনো ঠিক আছে। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
বুসন্ধরা কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপের ক্লাবটি ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বসুন্ধরা কিংসের কর্মকর্তা ও সমর্থকরা স্বাগত জানিয়েছে মালদ্বীপের ক্লাবটিকে।
প্রতিপক্ষকে বিমান বন্দরে বরণের মধ্যে দিয়ে বসুন্ধরা কিংস নতুন এক নজির স্থাপন করলো। আগে কখনো প্রতিপক্ষকে এভাবে বরণ করা হয়নি। বসুন্ধরা কিংসের পক্ষ থেকে টিসি স্পোর্টসের খেলোয়াড়দের তাদের মাফলার গলায় পরিয়ে দেয়া হয়।
এএফসি কাপে বসুন্ধরা কিংস খেলবে ‘ই’ গ্রুপে। যেখানে টিসি স্পোর্টস ছাড়াও প্রতিপক্ষ ভারতের চেন্নাই সিটি এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।
আরআই/আইএইচএস/এমকেএইচ