পেশাদার ফুটবলে নতুন দল ফর্টিস একাডেমি ও উত্তরা ক্লাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড এবং উত্তরা ফুটবল ক্লাব নামের আরো দুটি দলের অভিষেক হতে যাচ্ছে পেশাদার ফুটবলে। প্রফেশনাল ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ২০১৯-২০ আসরে খেলবে তারা। নতুন দুটিসহ ৫ দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) খেলার জন্য আবেদন করেছিল। বাফুফে সবগুলোকেই খেলার জন্য বিবেচনায় এনেছে।

১৪ দল নিয়ে লিগ শুরু হবে ২৮ মার্চ কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। দলবদল ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। আজ (মঙ্গলবার) বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বিসিএল-এ অংশ নিয়েছিল ১১ দল। সেখান থেকে দুটি উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্রথম বিভাগে নেমে গেছে দুটি। যোগ হয়েছে প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া নোফেল স্পোর্টিং ক্লাব ও বিজেএমসি।

আছে গত আসরের টিকে যাওয়া ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, অগ্রনী ব্যাংক স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব ও ওয়ারি ক্লাব।

প্রথম বিভাগ থেকে উঠেছে কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। স্বাধীনতা ক্রীড়া সংঘ গত আসর থেকে অবনমিত হয়েছিল। তবে তারা বিসিএল-এ থেকে যাওয়ার আবেদন করেছিল বাফুফের কাছে। বাফুফের শর্তপূরণ করায় এবারও বিসিএল-এ খেলবে তারা। ফর্টিস স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাব একদম নতুন প্রফেশনাল ফুটবলে।

বিসিএল-এর ১৪ দল

নোফেল স্পোর্টিং ক্লাব, টিম বিজেএমসি, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, অগ্রনী ব্যাংক স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব, ওয়ারি ক্লাব, কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ফর্টিস স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাব।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।