রাসেলের অনিশ্চয়তায় মারিয়া-মনিকাও বসুন্ধরায়

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২০

> রেজিষ্ট্রেশন শুরু হয়েছে এক সপ্তাহ আগে
> এখনো চূড়ান্ত হয়নি কয়টি দল খেলবে
> আরো কয়েকটি নতুন ক্লাবের আবেদন
> সোমবার সভায় সিদ্ধান্ত

দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর নারী ফুটবল লিগ মাঠে নামাতে গিয়ে যেন চরম বেকায়দায়ই পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৩১ জানুয়ারি লিগ শুরুর তারিখ নির্ধারণ আছে। ১২ জানুয়ারি শুরু হয়েছে মেয়েদের রেজিষ্ট্রেশন। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। দলবদল চলছে; অথচ লিগে কয়টি দল অংশ নেবে তাই অনিশ্চিত!

ডিসেম্বরে বাফুফে ঘোষণা দিয়েছিল লিগে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩ ক্লাব বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রসহ পাঁচ দল। অন্য দুটি এফসি উত্তরবঙ্গ এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। পরে না খেলার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নতুন যোগ হয়েছে নাসরিন স্পোর্টিং একাডেমি ও ওয়ালটন স্পোর্টিং ক্লাব। এর মধ্যে দলবদলে সক্রিয় কেবল বসুন্ধরা কিংস। তারা দল গুছিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

বাফুফে নারী লিগ করবে- এই ঘোষণার পরই বাফুফের ক্যাম্পে বছরব্যাপী থাকা মেয়েদের বেশিরভাগের সঙ্গে কথা বলে বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। সাবিনা, কৃষ্ণা, সানজিদা, তহুরাসহ সিনিয়রদের নিয়ে দল গড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। 

এর বাইরে মারিয়া মান্ডা ও মনিকা চাকমাসহ অনূর্ধ্ব-১৬ দলের বেশিরভাগ মেয়েদের সঙ্গে কথা বলে শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে হঠাৎ করেই লিগে অংশ নেয়া অনিশ্চিত হয়ে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। শুক্রবার পর্যন্ত একজন খেলোয়াড়ের সঙ্গেও কথা পাকা করেনি ক্লাবটি। 

তাদের এই অনিশ্চয়তা দেখে অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডা এবং অন্যতম কূশলী মিডফিল্ডার মনিকা চাকমা সিদ্ধান্ত বদলে নাম লিখিয়েছেন বসুন্ধরা কিংসে। ‘আমি বসুন্ধরা কিংসে খেলবো। কথা পাকা। দুই একদিনের মধ্যে তাদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবো’- জাগো নিউজকে জানিয়েছেন মারিয়া মান্ডা।

তাহলে কি শেখ রাসেল দল করবে না? ‘আমাদের ক্লাবের চেয়ারম্যান ছিলেন দেশের বাইরে। তিনি ফিরেছেন। শনিবার তার সঙ্গে দেখা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পারবো। শুনেছি, ইতোমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ ২ খেলোয়াড় মারিয়া মান্ডা ও মনিকা চাকমা বসুন্ধরা কিংসে খেলবে বলে চুক্তি করেছে। দেখি চেয়ারম্যান মহোদয় কী সিদ্ধান্ত দেন’- বলছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম।

মেয়েদের লিগের জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল সাবেক ফুটবলার ও বাফুফে সদস্য অমিত খান শুভ্রকে। তিনিই কথা বলেছিলেন নারী ফুটবলারদের সঙ্গে। ম্যানেজারও বলতে পারছেন না শেষ পর্যন্ত কী হবে। তবে শুভ্রর ধারণা, অনিশ্চয়তায় কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছুটে গেলেও একটা দল হয়তো শেষ পর্যন্ত হবে।

‘আমরা ২৫ জন মেয়ের সঙ্গে প্রাথমিক কথা বলেছিলাম। এর মধ্যে মারিয়া ও মনিকা ছিল মধ্যমণি। এ ছাড়া রুপনা চাকমা, মারজিয়া, ঋতুপর্না চাকমা, জুনিয়র শামুসন্নাহার, সাজেদা, সুলতানা, রত্না, অনাই, আনুচিং, রাজিয়া, নাজমা, সুরমা, সোহাগী কিসকু ও নার্গিসরাও ছিল। এখন শেষ পর্যন্ত দল হবে কি না এবং হলেও কাদের পাবো জানি না’- বলেন অমিত খান শুভ্র।

মারিয়া ও মনিকার সঙ্গে গোলরক্ষক রূপনাও শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। যার অর্থ জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড় নিয়েই নারী ফুটবল লিগে অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। শেখ রাসেল ক্রীড়া চক্র শেষ পর্যন্ত লিগে অংশ নিলেও বসুন্ধরা কিংসের সঙ্গে টক্কর দেয়ার শক্তি-সামর্থপূর্ণ দল তারা তৈরি করতে পারবে না। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মনিকা, আঁখি, তহুরা, রুপনা, শামসুন্নাহার, শিউলিদের নিয়ে তাই তো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বসুন্ধরা কিংসের কোচ মাহমুদা শরীফা অদিতি।  

রেজিষ্ট্রেশন কার্যক্রম এক সপ্তাহ পার হলেও এখনো কোনো ক্লাব তাদের খেলোয়াড় তালিকা জমা দেয়নি। মজার বিষয় হলো, দলবদল যখন শেষের পথে তখনো লিগে নতুন দল অন্তর্ভুক্তির চেষ্টা করছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন দলবদল শুরুর পর কয়েকটি দল নারী ফুটবল লিগে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে। তবে তাদের কোনটিই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব নয়।

নতুন ক্লাব অন্তর্ভুক্ত করলে তা কবে? কাউকে লিগে অন্তর্ভূক্ত করলে সেই দলই বা খেলোয়াড় সংগ্রহ করবে কিভাবে?- সব কিছুতেই একটা ঘোলাটে অবস্থা। তাই নির্ধারিত সময়ে দলবদল শেষ হওয়া এবং লিগ ৩১ জানুয়ারি শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তাও দেখা দিয়েছে। 

যদিও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দৃঢ়তার সঙ্গেই বলেছেন, ‘দল কমুক বা বাড়ুক- খেলা ৩১ জানুয়ারিই শুরু হবে। কয়েকটি দল লিগে খেলার জন্য আবেদন করেছে। আমরা সোমবার দুপুর ২টায় মহিলা কমিটির সভা ডেকেছি। সেখানে আগে যারা এন্ট্রি করেছে তাদেরও ডাকবো। যারা নতুন আবেদন করেছে তাদেরও ডাকবো। তারপর যদি ভালো মনে করে কমিটি তাহলে নতুন কোনো দলকে অন্তর্ভুক্ত করবে।’

নতুন যে দলগুলো নারী লিগ খেলার আবেদন করেছে তাদের একটি কুমিল্লার দল কুমিল্লা ইউনাইটেড। কাঁচারিপাড়া একাদশ নামের একটি দলও খেলার আগ্রহ প্রকাশ করেছে।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।