বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ফিলিস্তিন। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিন ২-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে সবার আগে শেষ চারে নাম লেখালো গত আসরের চ্যাম্পিয়নরা।

ফিলিস্তিন প্রথম ম্যাচে একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশকে। হারলেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি শ্রীলংকার। শেষ ম্যাচে তারা বাংলাদেশকে হারালেই উঠে যাবে শেষ চারে।

সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকেও জিততে হবে শ্রীলংকার বিরুদ্ধে। বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচটি ড্র হলে ৯০ মিনিট শেষে টাইব্রেকারের মাধ্যমে গ্রুপের অন্য সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে। কারণ, তখন হেড টু হেড এবং গোলগড় বাংলাদেশ ও শ্রীলংকার একই হবে।

শুক্রবার ফিলিস্তিন দুটি গোলই করেছে ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আবু আরদা এবং ষষ্ঠ মিনিটে খালেদ সালেম গোল করেন।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।