নেপালকে হারাতে পারলেই পুরস্কার ৩৪ লাখ টাকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

আর কয়েক ঘণ্টা পর এসএ গেমস ফুটবলে অঘোষিত সেমিফাইনালে খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এ ম্যাচ জিতলেই ফুটবলের স্বর্ণ পূনরুদ্ধারের কাছাকাছি পৌঁছে যাবে বাংলাদেশ। তবে ড্র করলেও বিদায় নিতে হবে গেমস থেকে।

এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলারদের উৎসাহ দিতে মোটা অংকের পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই গোটা ফুটবল দলের জন্য পুরস্কার থাকছে ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ টাকা)।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জাগো নিউজকে বলেছেন, ‘বাংলাদেশ ফাইনালে উঠলেই এই পুরস্কার পাবে ফুটবলাররা। স্বর্ণ জিতলে অপেক্ষা করছে আরো বড় পুরস্কার।’

এসএ গেমস ফুটবলে বাংলাদেশ দুইবার স্বর্ণ জিতেছিল ১৯৯৯ সালে কাঠমান্ডুতে এবং ২০১০ সালে ঢাকায়।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।