ফুটবলের এসএ গেমস প্রস্তুতি শুরু বৃহস্পতিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৯ নভেম্বর ২০১৯

এসএ গেমসের জন্য ফুটবল দলের প্রস্তুতি শুরু হবে বৃহস্পতিবার। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত 'এসএ গেমস : বাংলাদেশের প্রত্যাশা ও বাস্তবতা' শীর্ষক সেমিনারে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু এ কথা জানিয়েছেন।

ফুটবলের গ্রুপিং ও ফিকশ্চার আগামী শুক্রবার কাঠমান্ডুতে হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে দিক্ষণ এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া প্রতিযোগিতা। গেমস ফুটবলে খেলবে অংশ নেবে অনূর্ধ্ব-২৩ দল। সিনিয়র কোটায় নেয়া যাবে ৩ জন খেলোয়াড়।

অনূর্ধ্ব-২৩ দলের সিনিয়র কোটার খেলোয়াড় হিসেবে নেয়া হতে পারে ডিফেন্ডার ইয়াসিন খান, মিডফিল্ডার ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও আক্রমণভাগের খেলোয়াড় নাবিব নেওয়াজ জীবনকে।

এসএ গেমসের জন্য সম্ভাব্য স্কোয়াড
আনিসুর রহমান জিকু (গোলরক্ষক), পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, ইয়াছিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, মনজুরুর রহমান মানিক/সুশান্ত ত্রিপুরা, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, জুয়েল রানা/ফজলে রাব্বি, রাকিব হাসান, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন ও নাবিব নেয়াজ জীবন।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।