আরামবাগ ছেড়ে চট্টগ্রাম আবাহনীর কোচ হচ্ছেন মারুফুল হক
ক্যাসিনোকাণ্ডে লন্ডভন্ড আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ক্লাবটিকে এবার ফুটবল মাঠে দেখা যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। ক্যাসিনো কেলেঙ্কারিতে ক্লাব সভাপতি এ কে এম মমিনুল হক সাঈদের নাম আসায় এবং তিনি বিদেশে অবস্থান করায় আরামবাগ ক্রীড়া সংঘ শেষ পর্যন্ত জোড়াতালি দিয়ে একটি দল দাঁড় করালেও করাতে পারে।
কিন্তু যাকে কেন্দ্র করে শক্তিশালী দল তৈরির পরিকল্পনা ছিল ক্লাবটির, সেই কোচ মারুফুল হক পাড়ি জমাচ্ছেন অন্য ক্লাবে। নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনীর ডাগআউটে মারুফুল হকের দাঁড়ানো প্রায় নিশ্চিত।
গত মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেন মারুফুল হক। তখনই ধারণা করা হয়েছিল, আসন্ন ফুটবল মৌসুমে চট্টগ্রামের জায়ান্টদের ডাগআউটেই দেখা যাবে দেশের অন্যতম অভিজ্ঞ কোচকে। শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে।
চট্টগ্রাম আবাহনীর ঢাকায় আবাসিক ক্যাম্প সেগুনবাগিচার একটি ফ্ল্যাটে। শেখ কামাল টুর্নামেন্টের পর আবার সেই ক্যাম্পে উঠেছেন ফুটবলাররা। আজ (মঙ্গলবার) বাফুফে ভবন সংলগ্ন টার্ফে ক্লাবটি অনুশীলনও শুরু করেছে। সেই অনুশীলন তদারকিতে ছিলেন মারুফুল হক। খেলোয়াড়দের কোচিং করিয়েছেন দলের সহকারী কোচ তাজুল ইসলাম তাজুল।
মারফুল হক অবশ্য এখনই বলতে নারাজ যে, তার সঙ্গে চট্টগ্রাম আবাহনীর কথাবার্তা পাকাপাকি হয়েছে। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। ‘অফিশিয়াল কোনো কিছুই হয়নি। আমি অনুশীলনও করাইনি। শুধু ছিলাম মাঠে। অনুশীলন করিয়েছেন তাজু’-বলেছেন মারুফুল হক।
তাহলে কোন জায়গায় আটকে আছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে চুক্তি? ‘আসলে আরামবাগের একজন জুনিয়র খেলোয়াড় এখনো কোন দল পায়নি। তাকে কোনো ক্লাবে ব্যবস্থা না করে আমি কোথাও যাচ্ছি না’-বলছিলেন মারুফুল হক। তাহলে তাকে চট্টগ্রাম আবাহনীতে নিয়ে নিলেই তো হয়! এমন প্রশ্নে মারুফুল হক বলেন, ‘চট্টগ্রাম আবাহনীতে তাকে নেয়ার মতো জায়গা নেই।’
চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ বলেন, ‘আমাদের ক্যাম্প আগে থেকেই ছিল। শেখ কামাল টুর্নামেন্টের পর এক সপ্তাহের ছুটি ছিল। আমরা আবার শুরু করলাম। আজ কোচিং করিয়েছেন তাজু। মারুফ ভাইয়ের সঙ্গে এখনো চুক্তি হয়নি। মঙ্গলবার ২৫ জনের মতো খেলোয়াড় ছিলেন অনুশীলনে।’
আরআই/এমএমআর/এমকেএইচ