ফিফা র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাঠে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের প্রভাব পড়ছে ফিফা র‌্যাংকিংয়েও। আজ (বৃহস্পতিবার) ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে ৩ ধাপ। ১৮৭ নম্বর থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে।

বাংলাদেশ র‌্যাংকিংয়ে এগুলেও পিছিয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দল ভারত। সর্বশেষ র‌্যাংকিংয়ে ভারত দুই ধাপ পিছিয়ে ১০৬ নম্বরে। সেপ্টেম্বরে ১০৪ নম্বরে ছিল তারা।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫৪ নম্বরে, নেপাল ৬ ধাপ পিছিয়ে ১৬৭ নম্বরে, ভুটান চার ধাপ পিছিয়ে ১৮৯ নম্বরে,পাকিস্তান দুই ধাপ এগিয়ে ২০২ নম্বরে এবং শ্রীলংকা এক ধাপ নেমে ২০৩ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিত আছে। এক নম্বরে বেলজিয়া, দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল এবং চারে ইংল্যান্ড। আর্জেন্টিনা এক ধাপ এগিয়েছে। ১০ থেকে এগিয়ে ৯ নম্বরে এখন মেসিরা।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।