পিএসজির সঙ্গে সম্পর্কটা গার্লফ্রেন্ডের মতো : নেইমার
নিজ থেকে ক্লাব ছাড়ার কথা বলার পর থেকেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকদের রোষানলে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। অনেক চেষ্টার পরেও চলতি মৌসুম শুরুর আগে পিএসজি ছেড়ে বার্সেলোনায় নাম লেখাতে পারেননি নেইমার।
তবে সেসব ভুলে এখন পুরোপুরি মাঠের খেলায় মনোনিবেশ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে সবশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন নেইমার। তবু দেখা যায় ম্যাচ শেষে প্রশংসার বদলে সমর্থকদের কাছ থেকে কটু কথাই শুনতে হয় নেইমারকে।
এসব নিয়ে খুব একটা ভাবেন না তিনি। তবু মানেন সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি। সময়ের সঙ্গে এটি ঠিক হয়ে যাবে বলেই নেইমারের বিশ্বাস। নেইমারের মতে ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক গালফ্রেন্ডের মতো। সেটি কীভাবে? সে ব্যাখ্যাও দিয়েছেন নেইমার।
তিনি বলেন, ‘ক্রমেই আমাদের সম্পর্কের উন্নতি ঘটছে। আমি মনে করি এটা গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের মতোই। যেখানে একটা সমস্যা হলে, দুই পক্ষই নিজেদের অবস্থান ধরে রাখে। তবে অনেক ভালোবাসা এবং আগলে রাখার মাধ্যমে সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’
এসময় নেইমার জানান পিএসজির হয়ে ভালো কিছু করার জন্য মাঠে নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত তিনি। নেইমার বলেন, ‘আমি এখানে পিএসজিকে সাহায্য করার জন্য এসেছি। একজন খেলোয়াড় হিসেবে দলকে সাহায্য করার জন্য যা প্রয়োজন আমি সবই করতে রাজি। পিএসজির সাফল্যের জন্য মাঠে জীবন দিয়ে দেবো যাতে আমরা একসঙ্গে জিততে পারি।’
ফ্রেঞ্চ লিগ ওয়ানে সবশেষ ম্যাচে বোর্দোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। যথারীতি গোলটি করেছেন নেইমার। তবে গোলের চেয়ে দৃষ্টিনন্দন ছিলো কাইলিয়ান এমবাপের পাসটি। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে মাত্র দশম মিনিটের মাথায় দারুণ এক পাস দিয়ে নেইমারকে দিয়ে গোল করান এমবাপে।
গত বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপের প্রশংসায় নেইমার বলেন, ‘এমবাপের সঙ্গে দারুণ সম্পর্কে রয়েছে আমার। মাঠ ও মাঠের বাইরে আমরা ভালো সময় কাটাই। তাকে মাঠে ফিরতে দেখে দারুণ লাগছে। তার খেলা, তার হাসি পুরো দলের জন্যই দারুণ একটা ব্যাপার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এমবাপে। তার মতো খেলোয়াড় মাঠে থাকলে কাজটা সহজ হয়ে যায়।’
এসএএস/পিআর