জেতেনি মাদ্রিদ, হারেওনি মাদ্রিদ
স্পেনের ঘরোয়া ফুটবল এল ক্লাসিকোর পরই সবচেয়ে জমজমাট ম্যাচ ধরা হয় মাদ্রিদ ডার্বিকে। যেখানে দেশটির রাজধানী শহরের দুই ক্লাব রিয়াল ও অ্যাতলেটিকো লড়াই করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে।
কিন্তু চলতি লা লিগায় কেউই পারেনি নিজেদের সেরা প্রমাণ করতে। উল্টো ম্যাড়ম্যাড়ে এক ম্যাচ খেলে সকলকে গোলশূন্য এক ড্র উপহার দিয়েছে দুই মাদ্রিদ। ফলে মাদ্রিদ ডার্বিতে হারেনি মাদ্রিদ, আবার জেতেওনি মাদ্রিদ।
মৌসুমের শুরু থেকেই লা লিগায় অপ্রতিরোধ্য ফুটবল খেলছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবেই এসেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি। বিশেষ করে অ্যাতলেটিকোর মাঠে হওয়ায় কাজটা আরও বেশি কঠিন ছিলো রিয়ালের জন্য।
তবে ম্যাচ শেষে স্বস্তির নিশ্বাসই ফেলতে পারছেন রিয়াল বস জিনেদিন জিদান। কেননা নিজেদের অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখার পাশাপাশি মূল্যবান ১টি পয়েন্ট নিয়েই বার্নাব্যুতে ফিরতে পেরেছে তার দল। অবশ্য পুরো ম্যাচে অ্যাতলেটিকোর চেয়ে ভালো খেলেছে রিয়ালই।
এ ড্রয়ের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। সাত ম্যাচে ৪ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকোর অবস্থান তৃতীয়।
এসএএস/পিআর