বাংলাদেশের সামনে আবার সেই ভুটান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে লজ্জাজনক হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছে ২৩ মাস পর। গত বছর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারী ফুটবলাররা। এক বছর পর সেই ভুটান আবার বাংলাদেশের সামনে। এবারের মঞ্চ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।

বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বে কাতার ও ভারতের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে ভুটানকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার পাহাড়ি দেশটি ঢাকায় এসেছে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে। যার প্রথমটি আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, একই মাঠে একই সময়।

কাতারের বিরুদ্ধে ম্যাচ ঢাকায় ১০ অক্টোবর। ১৫ অক্টোবর কলকাতায় ম্যাচ ভারতের বিরুদ্ধে। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে ভুটানের বিরুদ্ধে ভালো ফলাফল করে আত্মবিশ্বাসে জ্বালানি দিতে চান ফুটবলাররা। ঘরের মাঠে প্রীতি ম্যাচ দুটি জিতে লড়াই করার রসদ যোগাতে চান কোচ জেমি ডে। অনুশীলন শুরুর প্রথম দিনেই নিজের লক্ষ্যের কথা বলেছেন এ ইংলিশ কোচ।

ভুটান কখনোই বাংলাদেশের জন্য বিপজ্জনক দল ছিল না। বরং ভুটানকে পেলে গোলের আনন্দেই ভাসতেন বাংলাদেশের ফুটবলাররা; কিন্তু সেই ভুটান ইতিহাসের পেছনের পাতাগুলো উল্টিয়ে নতুন ইতিহাস লিখেছিল ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে। যে হার বাংলাদেশের ফুটবলকে দিয়েছিল বড় এক ঝাঁকুনি।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও ভুটান এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে ৮ বার জিতেছে বাংলাদেশ। ভুটান একবার। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। ভুটানের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয় ৪-১ গোলে ২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।