ভারতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বিকেএসপি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

ভারতের দিল্লিতে চলমান ঐতিহ্যবাহী সুব্রত কাপ ফুটবলের ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

আজ (বৃহস্পতিবার) সকালে দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বিকেএসপি ৩-০ গোলে হারিয়েছে স্থানীয় এনসিসি দলকে।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বিকেএসপির প্রয়োজন ছিল ড্র। কিন্তু আগের ম্যাচগুলোয় প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো বিকেএসটির কিশোররা ড্র নয়, জিতেই নিশ্চিত করেছে শেষ আটে খেলা।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে গোল করেছেন বিকেএসপির রাকিব ৩০ মিনিটে, তৌহিদুল ৪১ মিনিটে এবং তাহসিন ৫৮ মিনিটে। চার ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের ছেলেরা।

চার ম্যাচে বিকেএসপির ছেলেরা গোল করেছে ২৭টি।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।