মধ্যপ্রাচ্যে বিধ্বস্ত আফগানিস্তান ও নেপাল
কাতার-২০২২ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হেরেছে আফগানিস্তান ও নেপাল। দোহায় বিশ্বকাপের আয়োজক কাতারের কাছে ৬-০ গোলে হেরেছে আফগানিস্তান এবং কুয়েত সিটিতে নেপালকে ৭-০ গোলে হারিয়েছে স্বাগতিক কুয়েত।
বাংলাদেশ সময় গভীর রাতে দোহার ম্যাচটি ঘিরে বেশি আগ্রহ ছিল দেশের ফুটবলপ্রেমীদের। কারণ এটি বাংলাদেশর গ্রুপের ম্যাচ। আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে যাদের বিরুদ্ধে সেই আফগানিস্তান বিধ্বস্ত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে।
অন্যদিকে কুয়েতের কাছে নেপালের বড় ব্যবধানের হারায় বাজে দিনই গেল দক্ষিণ এশিয়ার। শুরুটা হয়েছিল শুভই। মালদ্বীপ হারিয়েছে গুয়ামকে। তবে অন্য তিন ম্যাচে হেরেছে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল।
এক নজরে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ফল
‘এ’ গ্রুপ
গুয়াম ০ : ১ মালদ্বীপ
ফিলিপাইন ২ : ৫ সিরিয়া
‘বি’ গ্রুপ
চাইনিজ তাইপে-১ : জর্ডান-২
কুয়েত ৭ : ০ নেপাল
‘সি’ গ্রুপ
কম্বোডিয়া ১ : ১ হংকং
বাহরাইন ১ : ১ ইরাক
‘ডি’ গ্রুপ
সিঙ্গাপুর ২ : ২ ইয়েমেন
ফিলিস্তিন ২ : ০ উজবেকিস্তান
‘ই’ গ্রুপ
ভারত ১ : ২ ওমান
কাতার ৬ : ০ আফগানিস্তান
‘এফ’ গ্রুপ
মঙ্গোলিয়া ১ : ০ মিয়ানমার
তাজিকিস্তান ১ : ০ কিরগিজস্তান
‘জি’ গ্রুপ
থাইল্যান্ড ০ : ০ ভিয়েতনাম
ইন্দোনেশিয়া ২ : ৩ মালয়েশিয়া
‘এইচ’ গ্রুপ
উত্তর কোরিয়া ২ : ০ লেবানন
শ্রীলঙ্কা ০ : ২ তুর্কমেনিস্তান
আরআই/বিএ