প্রস্তুতি ম্যাচে তাজিক ক্লাবের কাছে হেরেছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগে আজ (মঙ্গলবার) দুশানবেতে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

দুশানবের পাবলিক সেন্ট্রাল টার্ফ থ্রিতে অনুষ্ঠিত ম্যাচে জেমি ডে’র শিষ্যরা ২-০ গোলে হেরেছে তাজিকিস্তানের শীর্ষ লিগের দল এএফসি কুকটশের কাছে। স্বাগতিক ক্লাবটি প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। ১২ মিনিটে মহিউদ্দিন গোল করে এগিয়ে দেন তাজিকিস্তানের ক্লাবটিকে। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সবির।

বৃহস্পতিবার বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিএসকেএ পামির। সিএসকেএ পামির তাজিকিস্তানের শীর্ষ লিগে খেলে আসছে ১৯৯৭ সাল থেকে। ক্লাবটিতে তিনজন বিদেশি আছেন ঘানা, মালি ও ইউক্রেইনের।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান ও কাতার। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট আটটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করলেও তার আগেই একটি ম্যাচ খেলা হয়ে যাবে আফগানিস্তানের। তারা ৫ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে কাতারের বিরুদ্ধে দোহায়। ওই দিন আরো একটি ম্যাচ আছে ‘ই’ গ্রুপের- গুয়াহাটিতে ভারত খেলবে ওমানের বিরুদ্ধে।

আরআই/আইএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।