ভারতের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল বাংলাদেশের
ভারতের কল্যাণীতে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের শুরুটা কী দুর্দান্তই না করেছিলেন আলআমিন রহমান, আল মিরাদরা। ভুটানকে ৫-২ এবং শ্রীলঙ্কাকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে যাওয়ার পথ সুগম করেছিল রাকিবুল ইসলামের দল। কিন্তু তৃতীয় ম্যাচে নেপালের কাছে ১-৪ গোলে হেরে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে কিশোরদের জন্য।
যার ফলে আজ (বৃহস্পতিবার) ভারত অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ডু অর ডাই পরিস্থিতিতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশের কিশোরদের। যে ম্যাচে হেরে গেলে বাদ পড়ে যেতে হবে টুর্নামেন্ট থেকে। অথচ প্রথম দুই ম্যাচের পর দৃষ্টি সীমানাতেই ছিলো ফাইনালের টিকিট।
পাঁচ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগের পর সরাসরি ফাইনাল খেলবে শীর্ষ দুই দল। স্বাগতিক ভারত নিজেদের তিন ম্যাচের মধ্যে জিতেছে সবকয়টিতে। পূর্ণ ৯ পয়েন্ট ছাড়াও প্রতিপক্ষের জালে তারা গোল করেছে ১৭টি, বিপরীতে হজম করেনি একটিও। এরই মধ্যে নেপালের সঙ্গে জিতে যাওয়ায় ফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের।
ফলে এখন ফাইনালের অন্য টিকিটের জন্য লড়াইটা মূলত বাংলাদেশ ও নেপালের কিশোরদের মধ্যে। গ্রুপের শেষ দিনে আজ মাঠে নামবে দুই দলই। তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে লড়বে নেপাল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে গড়াবে তাদের ম্যাচটি, বাংলাদেশের কিশোরদের বাঁচা-মরার লড়াই শুরু দুপুর ৩টায়।
নিজেদের তিন ম্যাচ শেষে বাংলাদেশ ও নেপালের অবস্থান সমান্তরালে। দুই দলই জিতেছে ২টি করে ম্যাচ, হেরেছে অন্য ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নেপালের (০) চেয়ে ওপরে অবস্থান করছে বাংলাদেশ (৬)। তবু ভুটানের বিপক্ষে নেপালের ফলাফলের বড় একটা প্রভাব থাকবে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণে।
কেননা ভুটানকে হারাতে পারলে নেপালের পয়েন্ট হয়ে যাবে ভারতের সমান ৯ এবং বাংলাদেশের বিপক্ষে আগেই জেতায় হেড টু হেডে এগিয়ে থাকবে তারাই। সেক্ষেত্রে দুপুর ৩টায় ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন পড়বে বড় ব্যবধানের জয়। অন্যথায় বাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকে।
কেননা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে আগে হিসেব করা হবে দলগুলোর হেড টু হেড গোল ব্যবধান। যেখানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক ভারতই। নেপালের কাছে ম্যাচে হেরে যাওয়ায় এ দৌড়ে খানিক পিছিয়েই রয়েছে কোচ মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।
তবে ভুটানের বিপক্ষে নেপাল ড্র করলে কিংবা হেরে গেলে সহজ হবে বাংলাদেশের সমীকরণ। সেক্ষেত্রে ভারতের সঙ্গে ফাইনালে চলে যাবে বাংলাদেশই। আবার যদি দুই দলই হেরে যায় নিজেদের ম্যাচে, তাহলে হেড টু হেডে জয় পাওয়ায় বাংলাদেশকে পেছনে ফেলে ফাইনালে চলে যাবে নেপাল।
গ্রুপপর্বের চারদিনের খেলা শেষে এখন এমনই হাড্ডাহাড্ডি পরিস্থিতিতি উপস্থিত হয়েছে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল। এমন জটিল সমীকরণের ম্যাচে নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে কল্যাণী থেকে কিশোরদের প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন, ‘আমাদের এটি ডু অর ডাই ম্যাচ। আমরা সেভাবে পরিকল্পনা করেই মাঠে নামবো। দলের সবাই ভালো আছেন। তবে আগের ম্যাচে অধিনায়ক রাকিবুল ইসলাম চোট পেয়েছেন। তার খেলার সম্ভাবনা নেই।’
আরআই/এসএএস/জেআইএম