ভারতবধের যে পরিকল্পনা কিশোর ফুটবলারদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। তৃতীয় ম্যাচে নেপালের কাছে হেরেই বিপদে বাংলাদেশ। ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখার একটাই পথ খোলা-লিগের শেষ ম্যাচে হারাতে হবে ভারতকে।

আগামীকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কল্যাণীতে বিকেল সাড়ে ৩ টায় স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে টিকে থাকার ম্যাচ। অন্য ম্যাচে দুপুর ১২ টায় খেলবে নেপাল ও ভুটান।

টানা তিন ম্যাচ জিতে ভারতের ফাইনাল প্রায় নিশ্চিত। দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেপাল। ভারতের পয়েন্ট ৯ এবং বাংলাদেশ ও নেপালের পয়েন্ট ৬।

দিনের প্রথম ম্যাচে নেপাল যদি ভুটানকে হারায় এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারায় ভারতকে, তাহলে তিন দলের পয়েন্টই হবে ৯ করে। তখন গোলই হয়ে দাঁড়াবে গুরুত্বপূর্ণ। আর প্রথম ম্যাচে নেপাল জিততে না পারলে বাংলাদেশ ড্র করলেই উঠে যাবে ফাইনালে।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কল্যাণী থেকে কিশোরদের প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন, ‘আমাদের এটি ডু অর ডাই ম্যাচ। আমরা সেভাবে পরিকল্পনা করেই মাঠে নামবো। দলের সবাই ভালো আছেন। তবে আগের ম্যাচে অধিনায়ক রাকিবুল ইসলাম চোট পেয়েছেন। তার খেলার সম্ভাবনা নেই।’

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।