ভারতের ক্লাবকে হারিয়েছে বাংলাদেশের কিশোররা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২০ আগস্ট ২০১৯

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে কিশোর ফুটবলারা এখন ভারতের কল্যানীতে। কলকাতার পাশ্ববর্তী এই শহরে আগামীকাল শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম খেলা পরের দিন ভুটানের বিরুদ্ধে।

বাফুফের একাডেমির এই ফুটবলাররা কল্যানীতে গিয়ে আজ (মঙ্গলবার) প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানকার ইউনাইটেড স্পোর্টস ক্লাব অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচটা জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছে লাল-সবুজ জার্সিধারী কিশোররা।

ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। ৪১ মিনিটে রাব্বি প্রথম গোল করেন। পিয়াস আহমেদ নোভা ব্যবধান দ্বিগুণ করেন ৫৭ মিনিটে। ৭৬ মিনিটে স্বাগতিক দলের লিতু মল্লিক ব্যবধান কমালেও শেষ দিকে বাংলাদেশের ছেলেরা আবার ব্যবধান বাড়িয়ে নেয়। ৮৯ মিনিটে আল আমিন রহমান গোল করলে ৩-১ ব্যবধান জিতে প্রস্তুতি সারে বাংলাদেশ।

এবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার কিশোর ফুটবলাররা। দল ৫ টি হওয়ায় টুর্নামেন্ট হবে লিগ ভিত্তিতে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।