ঢাকায় ফিরে বিশ্বকাপ বাছাই নিয়ে যা বললেন জেমি ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৯ আগস্ট ২০১৯

ফিফা র‌্যাংকিং যদি শক্তির মাপকাঠি হয় তাহলে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ‘ই’ গ্রুপে আন্ডারডগ বাংলাদেশ। কারণ র‌্যাংকিংয়ে বাকি চার দল কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের ওপরে। কোচ জেমি ডে সে বাস্তবতাও বুঝেন।

তাই তো ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে আজ (সোমবার) বিকেলে মিডিয়া ব্রিফিংয়ে জেমি ডে বলেন, ‘গ্রুপটা কঠিন। সব দলই আমাদের ওপরে। তারপরও আমরা ইতিবাচক মনোভাব নিয়ে খেলবো। চেষ্টা করবো জেতার জন্য। কারণ আমরা সামনে এগিয়ে যাওয়ার কথাই ভাবছি।’

কোচ ছুটিতে থাকাকালীন ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দলটি তৈরি করেছিলেন কোচ নিজেই। স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড় নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন শুনতে হবে- সে প্রস্তুতি ছিল কোচের। ইংল্যান্ড বসেই দিয়েছিলেন বিচ্ছিন্ন ব্যাখ্যা।

ঢাকায় সে ব্যাখ্যা দিয়েছেন আনুষ্ঠানিকভাবে, ‘যাদের নিয়েছি তাদের ওপর আস্থা আছে আমার। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে ভালো একটা দল হয়েছে। যাদের ভালো মনে হয়েছে তাদেরই দলে নিয়েছি। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’

গেল মৌসুমের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু দলে সুযোগ না পাওয়ায় সমালোচনা হয়েছে। কোচ আগেও সেই সমালোচনার জবাব দিয়েছেন। দিলেন ঢাকায় ফিরেও, ‘ইমন ভালো খেলোয়াড়। কিন্তু তার পজিসনে এ মুহুর্তে সেরা জনি, জামাল ও মামুনুলরা। ইমন নিজেকে আবার প্রমাণ করুক, তাহলে দলে ফিরতে পারবে।’

বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু জেমি ডে’র সব ভাবনা এখন ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের ম্যাচ নিয়ে। কারণ, তিনি পরিকল্পনা করতে চান ম্যাচ বাই ম্যাচ, ‘আফগানিস্তান কঠিন দল। কিন্তু আমরাও ভালো লড়াই করব। আর আফগানদের কথা মাথায় রেখেই ফুটবলার বাছাই করেছি। ওদের বিপক্ষে ভিন্ন কৌশলেই খেলব আমরা।’

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।