ভারতের কল্যানিতে পৌঁছেছে কিশোর ফুটবল দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৯ আগস্ট ২০১৯

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ভারতের কল্যানিতে পৌঁছেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ফুটবল দল। কলকাতার পাশ্ববর্তী এ শহরে বুধবার শুরু হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলাদের লড়াই। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ আগস্ট ভুটানের বিরুদ্ধে।

আয়োজক ভারত হলেও সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফুটবলবোদ্ধাদের ধারণা এবারের শিরোপা লড়াইটা হবে আয়োজক আর চ্যাম্পিয়নদের মধ্যে। টুর্নামেন্টটি ভারতের মাটিতে বলেই চ্যালেঞ্জটা বেশি বাংলাদেশের কিশোরদের।

সেই চ্যালেঞ্জ জয়ের প্রত্যয়ের গান শুনিয়েই সকালে ভারতের উদ্দেশ্যে রওয়া দেয় লাল-সবুজ জার্সিধারী কিশোররা। ইতোমধ্যে তারা কল্যানিতে ডলফিল প্লেস হোটেলে উঠেছে বলে দলের সঙ্গে থাকা বাফুফের মিডিয়া অফিসার জাগো নিউজকে জানিয়েছেন।

দক্ষিণ এশিয়ার কিশোরদের ফুটবলের ৫ আসরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর নেপালে বাংলাদেশ শিরোপা উদ্ধার করেছিল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে। এ বছরের গোড়ার দিকে রাজধানীর বাড্ডার বেরাইদে ফর্টিজ গ্রুপের মাঠে যে একাডেমি চালু করেছে বাফুফে, সেখান থেকেই তৈরি করা হচ্ছে সাফের দল।

গতবারের রানার্সআপ পাকিস্তান এবার খেলছে না এই টুর্নামেন্টে। ৫ দেশ অংশ নিচ্ছে বলে বদলে গেছে ফরমেশনও। এবার দলগুলো খেলবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। শীর্ষ দুই দল খেলবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

বাংলাদেশের ম্যাচগুলো

২৩ আগস্ট : বাংলাদেশ-ভুটান
২৫ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা
২৭ আগস্ট : বাংলাদেশ-নেপাল
২৯ আগস্ট : বাংলাদেশ-ভারত

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।