বার্সার হারের ম্যাচে ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৭ আগস্ট ২০১৯

স্প্যানিশ লিগের গত মৌসুমের শেষ দিকে দুটি ম্যাচের ধারাভাষ্য দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার তিনি ধারাভাষ্য দিলেন লা লিগার মৌসুম শুরুর ম্যাচেই।

শুক্রবার রাতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই লিগের এবারের মৌসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ১৬ নম্বরে থেকে লিগ শেষ করা অ্যাথলেটিকো বিলবাও। লাল-সবুজ জার্সিধারী অধিনায়ক জামাল ভূঁইয়া এ ম্যাচের ধারাভাষ্য দিয়েছেন।

বাংলাদেশ অধিনায়কের ধারাভাষ্য দেয়া ম্যাচে খেলেননি বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরির কারণে প্রথম ম্যাচ মিস করেছেন এই আর্জেন্টাইন সুপার স্টার। বার্সেলোনাও হেরে গেছে ১-০ গোলে।

গত মৌসুমের শেষ দিকে ভ্যালেন্সিয়া আর ভায়াদলিদের ম্যাচ দিয়ে লা লিগায় ধারাভাষ্য দেয়ার স্বপ্ন পূরণ হয়েছিল জামাল ভূঁইয়ার। এবার তিনি নিজেকে আরো উপরে নিয়ে গেলেন চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে ধারাভাষ্য দেয়ার সুযোগ পেয়ে। সেই সঙ্গে বাংলাদেশও গর্বিত। গর্বিত বাংলাদেশের ফুটবল।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।