মাসিহকে পাচ্ছেই না আবাহনী
এএফসি কাপের দ্বিতীয় পর্বের (ইন্টার জোন সেমিফাইনাল) ম্যাচ দুটির জন্য আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইঘানিকে পাওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছে আবাহনী। কারণ, আফগান ডিফেন্ডারের নতুন দল ভারতের চেন্নাইন এএফসি সাড়া দেয়নি আবাহনীর অনুরোধে।
শেষ হওয়া বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমে যে কয়জন বিদেশি খেলেছেন তাদের মধ্যে মাসিহ সাইঘানি অন্যতম সেরা পারফরমার। আবাহনীকে এএফসি কাপের দ্বিতীয় পর্বে তোলার অন্যতম নায়কও তিনি।
বাংলাদেশ ছেড়ে মাসিহ নাম লিখিয়েছেন ভারতের ফুটবলে। চেন্নাইন এএফসির জার্সি পড়া নিশ্চিত করার পরও আবাহনীর চেষ্টা ছিল যাতে তাদের আগামী ২১ ও ২৮ আগস্টের ম্যাচ দুটি খেলানোর। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন তাদের ভরসা নতুন দুই বিদেশি। একজন মিশরের স্টপার আলা এলদিন নাসির আরেকজন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার লি তাইমিন।
ইন্টার জোন সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ স্পোর্টস ক্লাব (৪.২৫ এসসি)। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এই সেমিফাইনালে প্রথমেই ঘরের মাঠে খেলবে আবাহনী, ২১ আগস্ট। ফিরতি ম্যাচ ২৮ আগস্ট উত্তর উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্টেডিয়ামে। জিতলে আবাহনী উঠবে ইন্টার জোন ফাইনালে।
গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় আবাহনীর ফুটবলাররা মাত্র তিন ছুটি পেয়েছেন ঈদে। ছুটি শেষে বুধবারই জীবন-সানডেরা প্রস্তুতিতে নেমে পড়বেন। বুধবার সকাল ১০ টার দিকে সব খেলোয়াড়কে ক্লাবে উপস্থিত থাকতে বলা হয়েছে
আরআই/এসএএস/জেআইএম