কোচ জেমি ডে’ও জানেন না কবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১১ পিএম, ০৮ আগস্ট ২০১৯

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ কবে খেলোয়াড় তালিকা প্রকাশ করবে, তা নিশ্চিত নয়। ঈদের পর ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন জেমি ডে। তিনি আসলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা হবে, নাকি আগে তা কোচই জানেন না।

আপনি ফিরে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন? নাকি আগেই ঘোষণা হবে? এমন প্রশ্নের জবাবে আজ (বৃহস্পতিবার) রাতে ইংল্যান্ড থেকে কোচ জেমি ডে জাগো নিউজকে বলেছেন, ‘আমার স্কোয়াড তৈরি আছে। বাফুফেকে বলেছি তারা চাইলে আগেও ঘোষণা করতে পারে, পরেও পারে। সেটা নির্ভর করছে তাদের ওপরই।’

ভারতের দল ঘোষণার বিষয়ে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি জানি তারা শুধু স্কোয়াড ঘোষণা করেছে। প্রস্তুতি শুরু করেনি। আমার স্কোয়াডও রেডি।’

বাংলাদেশ প্রথম ম্যাচ কোথায় খেলবে, কোচ এখনো তা নিশ্চিত হতে পারেনি। ‘আমি এখনো ফিফার ঘোষণার অপেক্ষায় আছি। শুনেছি আফগানিস্তান তাদের পরশি কোনো দেশেই হোম ভেন্যু করতে চায়। তাজিকিস্তানের নামও শুনেছি। কিন্তু যতক্ষণ ফিফা ভেন্যু ঘোষণা না করবে ততক্ষণ নিশ্চিত হতে পারবো না’-বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ।

আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। ‘ই’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও আছে ভারত, কাতার ও ওমান।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।