প্রথম বিভাগের ক্লাবগুলোকে বাফুফের অনুদান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৮ আগস্ট ২০১৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর ৫ লাখ টাকা করে অনুদান দাবি ছিল। না দিলে খেলবো না- ক্লাব সমিতির ব্যানারে এমন হুমকিও দেয়া হয়েছিল বাফুফেকে। অবশেষে তাদের সেই দাবি পূরণ হয়েছে। বাফুফে প্রথম বিভাগের ১৩ ক্লাবকে ৫ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ (বৃহস্পতিবার) বাফুফে সভাপতি ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন। আলোচনা অনুষ্ঠানে ক্লাবগুলোর চাহিদা মতো অনুদান প্রদানের ঘোষণা দেন। আজই দুই লাখ টাকা করে প্রতিটি ক্লাবকে প্রদান করেছে বাফুফে।

সভায় লিগের দলবদল এবং খেলা শুরুর তারিখ নতুন করে নির্ধারণ করা হয়েছে। ১৬ থেকে ২১ আগস্ট হওয়ার কথা ছিল দলবদল। শুরুটা ঠিক রেখে শেষটা বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি। লিগ শুরুর কথা ছিল ১ সেপ্টেম্বর। এখন সেটা সপ্তাহখানেক পেছাবে।

সভায় বাফুফে সভাপতি ক্লাবগুলোর সমস্যার কথা শুনেছেন এবং যতটা সম্ভব তা সমাধানের আশ্বাস দিয়েছেন। ক্লাবগুলোর সমস্যা অনুভব করেছেন সভাপতি। বাফুফে সরকারের কাছ থেকে বিশেষ বরাদ্দ পাচ্ছে ২০ কোটি টাকা। এই অর্থ কোন কোন খাতে খরচ হবে ক্লাবগুলোকে তাও জানিয়েছেন বাফুফে সভাপতি। কাজী মো. সালাউদ্দিন ক্লাবগুলোকে বলেছেন, ‘সরকারে বিশেষ বরাদ্দের ২০ কোটি টাকা জাতীয় দল, মহিলা ফুটবল এবং ফুটবল উন্নয়নে এই অর্থ ব্যয় হবে।’

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।