হ্যাজার্ডের প্রথম গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৮ আগস্ট ২০১৯

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ হলেও, নিজেদের গুছিয়ে নেয়ার জন্য মৌসুম শুরুর আগের ম্যাচগুলো গুরুত্ব সহকারেই খেলে থাকে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। বিশেষ করে নতুন মৌসুমে দলের কার্যপরিকল্পনা ঠিক করার জন্য এ ম্যাচগুলো সহায়তা করে সব দলকেই।

তেমনই এক ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াককে হারিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। দলটির নতুন তারকা ইডেন হ্যাজার্ডের একমাত্র গোলে জয় পেয়েছে তারা। রিয়ালের জার্সি গায়ে বেলজিয়ান তারকার এটিই প্রথম গোল।

বিদেশ সফরের অংশ হিসেবে এবার অস্ট্রিয়ায় গিয়েছে রিয়াল। বুধবার রাতে রেডবুল এরেনায় ঘরের দল জাল্টসবুয়াককে হারানো গোলটি করতে ১৯ মিনিট সময় নেন হ্যাজার্ড। নতুন মৌসুম শুরুর আগেই দলকে জেতানো গোল করায় সামনের দিনগুলোর জন্য বাড়তি অনুপ্রেরণা পেয়ে গেলেন তিনি।

প্রাক-মৌসুম ম্যাচগুলোর শুরুটা খুব একটা ভালো হয়নি রিয়ালের। প্রথমদিকে চার ম্যাচে ৩টিতেই হেরেছিল জিনেদিন জিদানের দল। তবে এবার টানা দুই ম্যাচ জিতে নিলো তারা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।