জীবন-রানা-রবিউলের কৃতিত্বে খুশি কোচ জেমি ডে
বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে তুলে দিয়েই কোচ জেমি ডে ছুটিতে কাটাতে চলে গেছেন দেশে। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিকের বেশ কিছু ম্যাচ দেখতে পারেননি এ ইংলিশ কোচ। তবে নিজ দেশে বসে তার শীষ্যদের খেলার খোঁজ-খবর রেখেছেন। কারা জিতছে, কে কবে গোল করছেন- এসব তার নখদর্পণে।
গতকাল (শনিবার) শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ জাতীয় দলে থাকা ফুটবলাররা কেমন খেলেছেন, দলে জায়গা পাওয়ার জন্য কারা কেমন করেছেন এসব খোঁজ-খবর নিয়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে লাওসের মাটিতে লাওসকে হারানোর নায়ক তরুন ফুটবলার রবিউল হাসান জিতেছেন সেরা উদীয়মানের পুরস্কার। জাতীয় দলের আশরাফুল ইসলাম রানা হয়েছে সেরা গোলরক্ষক। জেমির নাম্বার ওয়ান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা।
জাতীয় দলের এ তিন খেলোয়াড়ের পারফরম্যান্স নিশ্চয়ই স্বস্তি দেবে জেমি ডে’কে। আগামীতে এই অস্ত্রগুলো নিয়েইতো তাকে নামতে হবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের যুদ্ধে। রবিউলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া নিয়ে জাগো নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় জেমি বলেছেন, ‘এক্সিলেন্ট। সে খুবই ভালো ফুটবলার। সে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যত।’
আরআই/আইএইচএস/জেআইএম