বাংলাদেশ-ভারত বিশ্বকাপের ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৪ জুলাই ২০১৯

কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচটি হবে কলকাতার সল্ট লেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী ১৫ অক্টোবর হবে কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচটি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বাংলাদেশের বিরুদ্ধে তাদের হোম ম্যাচের ভেন্যু চূড়ান্ত করেছে।

দুই দেশের ফিরতি ম্যাচ হবে আগামী বছর ৪ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে আফগানিস্তান, কাতার এবং ওমান।

প্রতিটি দেশ চারটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। ভারত তাদের প্রথম দুটি হোম ম্যাচের ভেন্যু চূড়ান্ত করেছে। ভারতের প্রথম হোম ম্যাচ ৫ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। এ ম্যাচটি তারা খেলবে গুয়াহাটিতে। ম্যাচটি হবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে।

এদিকে ‘ই’ গ্রুপের দল আফগানিস্তানের হোম ভেন্যু নিয়ে দেশটি এখনো চূড়ান্ত কিছু জানায়নি। গত রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে আফগানিস্তান নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের হোম ভেন্যু করেছিল ইরানের তেহরানে।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।