চেলসির নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৪ জুলাই ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তাদের সাবেক ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। চেলসির জার্সি গায়ে সর্বাধিক ১৪৭ গোল করা এই মিডফিল্ডারকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছে ক্লাবটি। তিনি মাউরিসিও সারির স্থলাভিষিক্ত হবেন।

নতুন মৌসুম সামনে রেখে চেলসি সারির বিকল্প খুঁজছিল। অবশেষ ৪১ বছর বয়সী সাবেক ফুটবলারকেই বেছে নিয়েছে তারা। ল্যাস্পার্ড ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা চেলসির জার্সি গায়ে ৪২৯টি ম্যাচ খেলেছেন। এরপর ম্যানচেস্টার সিটি এবং সর্বশেষ যুক্তরাস্ট্রের ক্লাব নিউ ইয়র্ক সিটি দিয়ে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচ খেলে ২৯ গোল করা ল্যাম্পার্ড কোচিং ক্যারিয়ার শুরু করেন গত মৌসুমেই। ইংল্যান্ডের ডার্বি কাউন্টি ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। কোচিং ক্যারিয়ারের শুরুতেই তিনি চেলসির মতো ক্লাবের ডাগআউট সামলানোর চ্যালেঞ্জ নিলেন।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।