ফাইনালে ব্রাজিলকে হারাতে চায় পেরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৪ জুলাই ২০১৯

পেরু সর্বশেষ কোপা জিতেছিল ১৯৭৫ সালে। দেশটির কোপার সর্বশেষ ফাইনাল খেলাও সেটি। ৪৪ বছর পর আবার তারা উঠলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে। তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে হলে তাদের হারাতে হবে ব্রাজিলকে। যারা ঘরের কোপায় কখনো শিরোপা দেয়নি অন্যকে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোরে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পেরু ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কোপা আমেরিকায় সবশেষ দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে। তার আগে কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছিল উরুগুয়েকে। শিরোপার এত কাছে এসে সুযোগটা কোনোভাবেই হারাতে করতে চাননা পেরুর খেলোয়াড়রা। কিন্তু চাইলেই তো হবে না; কেননা গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে তারা যে বিধ্বস্ত হয়েছিল ৫-০ গোলে।

গ্রুপে তৃতীয় হওয়া পেরু কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল সেরা তৃতীয় দুই দলের একটি হয়ে। সেই পেরুই কিনা উরুগুয়ের পর চিলিকে বিদায় করে এখন ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ। ৭ জুলাই মারাকানায় ফাইনালে সেলেসাওদের মুখোমুখি হবে তারা।

সেমিফাইনালে পেরুর পারফরম্যান্স ছিল ধারনাতীত। এখন ফাইনালে আরও ভালো করতে চায় দলটির খেলোয়াড়রা। তারা জানেন, ব্রাজিলের বিরুদ্ধে সেরাটা দেয়া না গেলে ফের গ্রুপ পর্বের মতো অবস্থা হতে পারে। দলের মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন বলেছেন, ‘ফাইনালে আমাদের আরও অনেক ভালো খেলতে হবে।’

চিলির বিরুদ্ধে ৩ গোলের দ্বিতীয়টি করা ইয়োতুন এটাও বলেছেন, ‘ব্রাজিলকে হারানো খুবই কঠিন কাজ। এটাও ঠিক যে, এই ম্যাচটি হবে আলাদা। কারণ, এটি ফাইনাল। ফাইনালে আপনাকে জিততেই হবে। আমরা জয়ের ব্রত নিয়েই মাঠে নামবো। সে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না। ৪৪ বছর পর আমরা ফাইনালে উঠেছি। সে সুযোগ কাজে লাগাতে চাই। আমরা কয়েকটি কঠিন জয় পেয়েছি। এখন আমরা ফাইনালে ওঠে অনেক খুশি।’

আরআই/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।