শুরুতেই এগিয়ে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ এএম, ০৩ জুলাই ২০১৯

সকল পরিসংখ্যান ও অতীত ইতিহাস কথা বলছিল আর্জেন্টিনার পক্ষে। শুধু তাই নয়, ম্যাচের ভেন্যু বেলো হরিজেন্তেও রয়েছে ব্রাজিলের জন্য দুঃস্বপ্নময় স্মৃতি।

তবে মাঠের খেলায় সেসবের কিছুই পাত্তা দিল না স্বাগতিক ব্রাজিল। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল ম্যাচে শুরুতেই এগিয়ে গেল তিতের দল।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে মাত্র ১৯ মিনিটেই প্রথম গোল করে ফেলেছে ব্রাজিল। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসের দুর্দান্ত ড্রিবলিংয়ের ফায়দা নিয়েছে স্বাগতিকরা।

দলের অধিনায়ক দানি দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। যিনি বল রিসিভ না করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল হেসুসের উদ্দেশ্যে।

সুযোগসন্ধানী হেসুস কোনো ভুল করেননি গোলের সহজতম এ সুযোগটি কাজে লাগাতে। তার আলতো পায়ের টোকায় ১৯ মিনিটেই লিড নিয়েছে ব্রাজিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ মিনিটেও তা শোধ করতে পারেনি আর্জেন্টিনা।

এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।