কোপার কোয়ার্টারে যারা যাদের বিরুদ্ধে খেলবে...  

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৫ জুন ২০১৯

আজ (মঙ্গলবার) জাপান-ইকুয়েডর ম্যাচ দিয়ে শেষ হলো এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে। অন্যদিকে রানার্স-আপ হয়ে শেষ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েল, আর্জেন্টিনা ও চিলি। 

শেষ আটের বাকি দু'দল প্যারাগুয়ে ও পেরু। টুর্নামেন্টের সেরা দুই তৃতীয় হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কাতার, জাপান, ইকুয়েডর, বলিভিয়া। পয়েন্ট টেবিল অনুযায়ী, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, আর্জেন্টিনার ভেনেজুয়েলা, কলম্বিয়া লড়বে চিলির বিপক্ষে আর উরুগুয়ে শেষ চারে ওঠার জন্য খেলবে পেরুর বিরুদ্ধে। 

আগামী ২৮ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের লড়াই। আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে লড়বে ২৯ জুন দিবাগত রাত ১টায়। একই দিন ভোর ৫টায় কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। আর ৩০ জুন রাত ১টায় একের অপরকে মোকাবিলা করবে উরুগুয়ে ও পেরু। 

কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী ৪ দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩ ও ৪ জুলাই। আর ৪৬তম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ৮ জুলাই। 

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।