নিকারাগুয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৮ জুন ২০১৯

লিওনেল মেসি ও বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজের জোড়া গোলের সুবাদে প্রীতি ম্যাচে নিকারাগুয়াকে উড়িয়ে দিয়ে জয় তুলে নিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ (শনিবার) ভোরে ঘরের মাঠ সান হুয়ানের বিসেন্তেনারিওতে কেন্দ্রিয় আমেরিকার দেশটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তেরা।

কোপার আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিজেদের শেষবারের মতো ঝালাই করে নেয়ার জন্য মাঠে নেমেছিল লিওনেল স্কলানির শিষ্যরা। গোল উৎসব করে ভালোভাবে সে প্রস্তুতিটাও সেরে ফেলল তারা।

এদিন গোলের মুখ খোলেন দলের অধিনায়ক ও বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। ৩৭ ও ৩৮ পরপর দুই মিনিটে দুই গোল করে নিকারাগুয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। বিরতির পর গোল উৎসবে যোগ দেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো। ৬৩ ও ৭৩ মিনিটে নিজের গোল দুটি করেন তিনি।

lautaro

এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রবার্তো পেরেইরাও খুঁজে পান জাল। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করে আর্জেন্টাইন শিবির। তবে ম্যাচের শেষের দিকে পেনাল্টি পায় নিকারাগুয়ারা। ইনজুরি সময়ের ১ মিনিটে স্পট-কিক থেকে অতিথিদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন হুয়ান বাররেরা।

আগামী ১৫ জুন থেকে কলম্বিয়ার ম্যাচ দিয়ে নিজেদের কোপার যাত্রা শুরু করবে আকাশি-সাদারা।

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।