কোপায় আর্জেন্টিনা ফেবারিট নয় : মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৭ জুন ২০১৯

আগামী ১৫ জুন থেকে শুরু হবে এবারের কোপা আমেরিকা। লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলির মতো দলগুলো।

তবে মাঠের খেলা শুরুর আগেই নিজ দলকে শিরোপা প্রত্যাশীদের তালিকা থেকে সরিয়ে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার মতে এবারের কোপা আমেরিকায় ফেবারিট নয় তার দেশ।

আর্জেন্টিনার রোজারিওতে স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘দলের সঙ্গে যোগ দিয়ে আমার খুব ভালো লেগেছে, সবাই ঐক্যবদ্ধ। এ দলটা সত্যিই দারুণ একটা গ্রুপ, যারা ভাল কিছু করতে চায়। ফুটবল ছাপিয়ে তারা মানুষ হিসেবেও ভালো এবং জীবনীশক্তি অনেক।’

তবে এ কারণেই এবারের আর্জেন্টিনা দলটি কোপায় ফেবারিট নয় বলে জানান মেসি। তিনি বলেন, ‘আমরা প্রাণশক্তিতে ভরপুর একটি দল নিয়ে যাচ্ছি এবং অবশ্যই প্রত্যাশা সর্বোচ্চ সাফল্যের। তবে বাস্তবতা হলো আর্জেন্টিনা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।’

মেসি আরও বলেন, ‘আমাদের অনেকের জন্য এটাই প্রথমবারের মতো স্বীকৃত কোনো টুর্নামেন্ট। ফলে এবার শিরোপায় চোখ রাখা বেশ কঠিনই বটে। অন্যদের মতো এবার আমরা শিরোপার দাবীদার নই।’

আগামী ১৬ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনা কোপা আমেরিকা যাত্রা। বাংলাদেশ সময় ১৬ জুন ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।