হেরেও নকআউটে আর্জেন্টিনা, বিদায় পর্তুগালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ এএম, ০১ জুন ২০১৯

পোল্যান্ডে চলমান অনুর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে বাজিমাত করেছে আর্জেন্টিনা, পৌঁছে গিয়েছে শেষ ষোল তথা নকআউট পর্বে। ভালো খেলতে খেলতে হুট করেই হোঁচট খেয়েছে পর্তুগাল, বিদায় নিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই।

টুর্নামেন্টে একই গ্রুপে ছিলো আর্জেন্টিনা ও পর্তুগাল। 'এফ' গ্রুপের শেষদিনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা, পর্তুগালের প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের ম্যাচ।

এ ম্যাচে জিততে পারেননি আর্জেন্টাইনরা। দক্ষিণ আফ্রিকাকে ৫-২ ও পর্তুগালকে ২-০ গোলে হারালেও, দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছে ফার্নান্দো বাতিস্তার শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার হয়ে প্রথম গোল করেন সে উন হ। পরে ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ং উক চু। শেষ বাঁশি বাজার খানিক আগে এক গোল শোধ করেন ক্রিশ্চিয়ান ফেরেইরা। যা হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

তবে ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেরা ১৬তে পা রেখেছে আর্জেন্টিনা। কারণ এফ গ্রুপ থেকে নকআউট পর্বের টিকিট পাওয়া দক্ষিণ কোরিয়ার গোল ব্যবধান মাত্র ১, যেখানে আর্জেন্টিনার ব্যবধান ৪।

গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই শেষ ষোলোতে পৌঁছে যেত পর্তুগাল। কারণ আর্জেন্টিনার কাছে হারলেও তারা জিতেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে বসায় নিশ্চিত হয়ে যায় তাদের বিদায় ঘণ্টা।

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোর সময়সূচি

১ জুন - ইতালি বনাম পোল্যান্ড
৩ জুন - কলম্বিয়া বনাম নিউজিল্যান্ড
৩ জুন - ইউক্রেন বনাম পানামা
৩ জুন - উরুগুয়ে বনাম ইকুয়েডর
৪ জুন - সেনেগাল বনাম নাইজেরিয়া
৪ জুন - জাপান বনাম দক্ষিণ কোরিয়া
৪ জুন - ফ্রান্স বনাম যুক্তরাষ্ট
৫ জুন - আর্জেন্টিনা বনাম মালি

এসএএস/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।