চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণ করবে আবেগ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৪ মে ২০১৯

আগামী শনিবার দিবাগত রাতে নির্ধারিত হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের শিরোপাজয়ী দল। যেখানে লড়বে দুই ইংলিশ ক্লাব লিভারপুল এবং টটেনহ্যাম হটস্পার।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ এ আসরে প্রথমবারের মতো শিরোপার এত কাছে গিয়েছে টটেনহ্যাম। তাই সুযোগটি কাজে লাগাতে চায় তারা, জিততে চায় নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

এ ব্যাপারে আত্মবিশ্বাসী দলটির কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে তার মতে মাঠের কলাকৌশলের চেয়েও ফাইনালের শিরোপা নির্ধারণে বড় হয়ে দেখা দেবে আবেগ! পচেত্তিনো মনে করছেন আবেগের বহিঃপ্রকাশ ও নিয়ন্ত্রণই হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বড় ফ্যাক্টর।

ফাইনাল ম্যাচটিকে সামনে রেখে পচেত্তিনো বলে, ‘এই ম্যাচটি অন্য সাধারণ ম্যাচের মতো ভাবা অসম্ভব। দারুণ ব্যাপার হলো আমরা এই ফাইনালটি উপভোগ করার জন্য তিন সপ্তাহ সময় পাবো। আশা করছি দুর্দান্ত কিছু মুহূর্তের সাক্ষী হতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সবাই অপেক্ষা করছে দুই দলের ট্যাকটিক্যাল লড়াই হবে, তবে আমার মতে আবেগই হবে মূলত ম্যাচের ফল নির্ধারক। আমরা দুই দল একে অপরকে বেশ ভালোভাবে জানি। তাই এখানে কৌশলগত দিক থেকে খুব বেশি পরিবর্তন আশা করার সুযোগ নেই। তাই আবেগটাই হবে মূল নির্ধারক।’

এসময় লিভারপুলকে ফেবারিট হিসেবে আখ্যা দেন পচেত্তিনো, ‘ফাইনালে হয়তো লিভারপুলই চ্যাম্পিয়ন। কারণ গতবছরও তারা ফাইনাল খেলেছে এবং এ মৌসুমেও লিগ শিরোপার জন্য শেষ ম্যাচ পর্যন্ত টিকে ছিল। গত কয়েক বছরে তারা লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিততে সর্বস্ব ঢেলে দিয়েছে।’

‘সেদিক থেকে কেউ আশা করেনি টটেনহ্যাম ফাইনাল খেলবে। তবে আমরা এখানে নিজেদের যোগ্যতায় এসেছি। এটি আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেয় এবং অন্যভাবে উপভোগ করার সুযোগ দিচ্ছে। আমরা এখন ইতিহাস গড়তে পারি। অবশ্যই আমরা শিরোপার জন্যই নামবো, সে লক্ষ্য নিয়েই প্রস্তুত হচ্ছি।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।