মেসিদের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন জামাল ভূঁইয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৯ মে ২০১৯

লা লিগায় এবার বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ধারাভাষ্য দিতে গেছেন। একটি ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখাও গেছে তাকে। তবে সেই ম্যাচটি ছিল ভ্যালেন্সিয়া আর ভায়াদলিতের। এই দলের তেমন ভক্ত-সমর্থক নেই বাংলাদেশে।

তবে লিওনেল মেসির জনপ্রিয়তা আকাশছোঁয়া বাংলাদেশে। তার ক্লাব বার্সেলোনাও ভীষণ জনপ্রিয় এখানে। বার্সেলোনা দলে তো শুধু মেসি নন, খেলেন লুইস সুয়ারেজ-ফিলিপ কৌতিনহো-জেরার্ড পিকের মতো তারকারা।

বাংলাদেশে তাই লা লিগার এই ক্লাবটির অনেক সমর্থক আছেন। তারা সবসময়ই বার্সেলোনার খেলা দেখেন, সমর্থন দেন। এবার নতুন এক অভিজ্ঞতা যোগ হচ্ছে বাংলাদেশি সমর্থকদের।

লা লিগায় এই বার্সেলোনার আজ (রোববার) ম্যাচ এইবারের বিপক্ষে। ম্যাচটি ইতিমধ্যে (বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিট) শুরু হয়ে গেছে। এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মেসি-সুয়ারেজদের নিয়ে কথা বলছেন জামাল ভূঁইয়া, করছেন খেলার বিশ্লেষণ, আর সেটা দেখছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। লাল-সবুজের দেশের ফুটবলের জন্য এটি আসলেই বিশাল এক প্রাপ্তি।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।