দিনের এক ডজন গোলের ১০টিই বিদেশিদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৬ মে ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতি তুঙ্গে ছিল বিদেশিদের। বৃহস্পতিবার অনুষ্ঠিত চার ম্যাচে গোল হয়েছে ১২টি। এর মধ্যে ১০টিই বিদেশিদের। দুটি গোল করেছেন স্থানীয়রা। দুই স্থানীয় ফুটবলার হচ্ছেন রহমতগঞ্জের সোহেল ও ব্রাদার্স ইউনিয়নের মিনহাজুল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। জামালের গোলদাতা গাম্বিয়ান সলোমন কিং ও মুক্তিযোদ্ধার গোল করেছেন জাপানোর কাতো।

রাতের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। রহমতগঞ্জের এক গোল করেছেন গাম্বিয়ান ল্যান্ডিং, অন্যটি স্থানীয় সোহেল। চট্টগ্রাম আবাহনীর গোলদাতা নাইজেরিয়ান কিংসলে।

সিলেট স্টেডিয়ামে শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। রাসেলের জোড়া গোল করেছেন নাইজেরিয়ান রাফায়েল ওদোভিন। অন্যটি ইউক্রেইনের ভ্যালেরি। ব্রাদার্সের গোল করেছেন মিনহাজুল।

ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে তিন বিদেশির গোলে। উজবেকিস্তানের ওতাবেক, কলোম্বিয়ার আন্দ্রেস করডোবা এবং ব্রাজিলের আলেজান্দ্রো করেছেন রাসেলের গোল।

আরআই/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।