দুর্দান্ত জয়ের তৃপ্তি নিয়ে লা লিগার ধারাভাষ্য দিতে যাচ্ছেন জামাল
যাওয়ার আগে প্রিমিয়ার লিগের খেলা। ফেরার পরের ম্যাচটি আরো গুরুত্বপূর্ণ। তাই অধিনায়ক জামাল ভুঁইয়াকে লা লিগার ম্যাচের ধারাভাষ্য দিতে যাওয়ার অনুমতি গিতে গরিমসি ছিল সাইফ স্পোর্টিং ক্লাবের ইংলিশ কোচ জোনাথনের।
শেষ পর্যন্ত অনুমতি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বৃহস্পতিবার রাতে যাচ্ছেন দুবাইয়ে। আর যাওয়ার সময়ে সঙ্গে নিয়ে যাচ্ছেন প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক জয়ের সুখস্মৃতি। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জামাল ভুঁইয়ারা ৩-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে।
সাইফের এই দুর্দান্ত জয়ে বড় অবদান তাদের দুই নতুন বিদেশি। ব্রাজিলের আলেজান্দ্রো সেলিন ও উজবেকিস্তানের ওতাবেক গোল করেছেন। গোল করেছেন তাদের পুরোনো বিদেশি কলোম্বিয়ার আন্দ্রেস করডোবা। তিন বিদেশির তিন গোলে সাইফ স্পোর্টিং ক্লাব পেয়েছে প্রিমিয়ার লিগে নবম জয়।
চতুর্থ মিনিটে ওতাবেকের গোলে এগিয়ে যায় সাইফ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আন্দ্রেস করডোবা। ৮২ মিনিটে ব্রাজিলের আলেজান্দ্রো সেলিন গোল করলে সহজ জয় নিশ্চিত হয় সাইফ স্পোর্টিংয়ের।
১৪ ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ২৯। আর বিজেএমসির এটি ১১ তম হার। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এ অফিস দলটি।
আরআই/এসএএস/পিআর