কিশোর ফুটবলে সেই কাতারের গ্রুপেই বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৯ মে ২০১৯

দুই বছর আগে কাতারের রাজধানী দোহা’র গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে স্বাগতিকদের হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে প্রতিযোগিতার পরের আসরের বাছাইয়ে সেই কাতারের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হয়েছে ড্র। বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে। কাতার ছাড়াও প্রতিপক্ষ ভুটান ও ইয়েমেন।

এশিয়ার ৪৭টি দেশকে দুই জোনে ভাগ করে গ্রুপিং করা হয়েছে। পশ্চিম, দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে পশ্চিম জোন এবং পূর্ব এশিয়া এবং আশিয়ান দেশগুলোকে নিয়ে পূর্ব জোন। পশ্চিম জোনে দেশ ২৫ টি এবং পূর্ব জোনে ২২টি।

দক্ষিণ এশিয়ার অন্য দেশের মধ্যে নেপাল ও শ্রীলংকা পড়েছে ‘এ’ গ্রুপে তাজিকিস্তান, জর্ডান ও কুয়েতের সাথে। ভারত পড়েছে ‘বি’ গ্রুপে উজবেকিস্তান, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সাথে। মালদ্বীপ ‘সি’ গ্রুপে ইরান, আফগানিস্তান ও ফিলিস্তিনের সাথে এবং পাকিস্তান ‘ডি’ গ্রপে ওমান, সৌদি আরব ও সিরিয়ার সঙ্গে।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।